job-providing-by-uttam-kumar

অনলাইনের কাজ করতে চাই

ফ্রীল্যান্সিং এর যে কোন একটি বিষয়ের দক্ষতা থাকলেই আপনি এই ফরমটি পূরণের মাধ্যমে আমার কাছ থেকে কাজ নিতে পারবেন। এটি আমার একটি পারস্পারিক সহযোগিতা মুলক কার্যক্রম। 

তবে এজন্য অবশ্যই আপনাকে আপনার কাজের যোগ্যতা যাচাই করণে আমাকে পূর্ণ সহযোগিতা করতে হবে।

  •  এক– আপনার দক্ষতা নির্ভর কাজের বিষয়ের উপর আপনাকে আমার অফিসে এসে অনলাইন পরিক্ষা দিতে হবে। পরিক্ষা মৌখিক ও অনলাইন দুইভাবেই হবে।
  • দুই- আপনার সিভির সফট কপি সাথে নিয়ে আসতে হবে।
  • তিন- মৌখিক ও লিখিত সকল পরিক্ষায় আপনার ভিডিও ফুটেজ সংগ্রহ ও প্রকাশ করা হতে পারে শর্ত সাপেক্ষে আপনার একটি অনুমতি সাক্ষর নেয়া হবে।

পরিক্ষা দেবার এক সপ্তাহের মধ্যে আপনাকে আপনার পরিক্ষার ফলাফলের উপর ভিত্তি করে আপনাকে কাজ দেওয়া হবে।

অনলাইন কাজ সংগ্রহের আবেদন ফরম

ভুল তথ্য প্রদানে বিরত থাকুন। সম্ভব হলে প্রকৃত কাজ সন্ধানকারী ব্যক্তির নিকট আমাকে পৌছাতে সহযোগিতা করুন