SEO-&-Digital-Marketing-Trainer

অনলাইনের কাজ শিখতে চাই

বাংলাদেশে অনেক স্বনামধন্য ট্রেনিং সেন্টার আছে আপনি যে কোন জায়গা থেকে শিখতে পারেন। তবে আমার পরামর্শ থাকবে শেখার আগে অবশ্যই দেখে নিবেন যেমন- 

  • ট্রেইনার কে ? 
  • তিনার বোঝানোর ক্ষমতা কি রকম? 
  • উনার কোন ইউটিউব চ্যানেল আছে কি না?
  • ইতিপূর্বে উনার ট্রেনিং করেছে এমন প্রশিক্ষণার্থীরা
    উনার সম্পর্কে কি বলছে? 

এসব বিষয়গুলো বিবেচনা করে তবেই ট্রেনিং-এ অংশগ্রহণ করবেন। এক্ষেত্রে অবশ্যই আপনি আমার দিক গুলোও বিবেচনায় আনতে পারেন এবং ভালো মনে হলে অবশ্যই আমার ট্রেনিং গুলোতে অংশগ্রহণ করতে পারেন।

 

উত্তম কুমারের কাছে ট্রেনিং করার সুবিধা

  • সরাসরি আমিই ট্রেনিং গুলো পরিচালনা করে থাকি 
  • ট্রেনিং এর পাশাপাশি ট্রেনিং সংক্রান্ত কাজ গুলোকেও দেখার সুযোগ 
  • ট্রেনিং এবং প্রাকটিস একসাথে করার সুব্যবস্থা রয়েছে
  • পারফরমেন্স ভালো হলে অনেক সময় জবের সুযোগও হতে পারে 


তাহলে আর অন্য কোথাও কেন ?

আজ-ই আপনার পছন্দের কোর্স-টিতে অংশগ্রহণ করে ফ্রীল্যান্সিং ক্যারিয়ার তৈরির পথ উন্মুক্ত করুন। 

অনলাইনের কাজ শিখার আবেদন ফরম

নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে ফরমটি সঠিক ভাবে পুরন করুন। ফরম পূরণের ২৪ ঘন্টার মধ্যেই সরাসরি ফোনকলে যোগাযোগ করা হবে