অনলাইনে আয় করতে হলে মাত্র ৩টি স্টেপ ফলো করুন

earn-money-easy-steps

স্টেপ- ০১

অনলাইনে আয় করতে চাইলে আপনি সবার প্রথমে একটি কাগজ আর কলম নিয়ে বসুন। এবং লিস্ট করুন যে কম্পিউটারে করা যায় এমন কি কি কাজ আপনার জানা আছে। অথবা আপনি কম্পিউটারে কি কি কাজ করতে পারেন? ভয় পাবার কোন কারন নেই-
আমি বলেছি আপনি যা যা জানেন– নতুন করে কিছু শিখার দরকার নেই । আপনি যা জানেন সেটাই নোট করে নিন-

অনলাইনে আয় করতে হলে যা যা প্রয়োজন

অনলাইনের কাজ করে ইনকাম করার জন্য অবশ্যই আগে কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম গুলোর ব্যবস্থা করে নিন।

প্রতীকী ছবিঃ যেখানে কাজের পরিবেশ বুঝানো হয়েছে

স্টেপ-০২

কাজগুলোর তালিকা তৈরি করার পর ঐ কাজগুলো সার্ভিস এর মত করে আপনি অন্য কারোর জন্য করতে পারবেন, এভাবে চিন্তা করে কিছু ডকুমেন্টারি প্রস্তুত করুন।
যেমনঃ

  1. আপনার নিজের একটি ছবি যেখানে আপনার চেহারা স্পষ্ট ও সুন্দর ভাবে বোঝা যায়।
  2. আপনার নিজের সম্পর্কে কিছু কথা (এখানে এমন কিছু লিখুন যেন আপনার এই লেখা পড়ে ক্লাইন্ট আপনার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন )
  3. কাজটি করতে আপনার কতটুকু সময় লাগে।
  4. কাজটি ইতিপূর্বে করে থাকলে সেটা দেখানোর ব্যবস্থা করা (প্রমান স্বরূপ)।
  5. আপনিই এই কাজটি ভালো পারেন তাই আপনার থেকেই করে নেয়া উচিত প্রসঙ্গে ৫০-১০০ শব্দের একটি অনুচ্ছেদ লিখুন।
  6. কাজটি করার জন্য আপনি কত টাকা নিবেন?
  7. কাজের পরিমান বেশি হলে কোন মূল্য ছাড় দিবেন কি না – সে বিষয়েও লেখা রাখতে পারেন?
  8. আপনি যে একজন ব্যক্তি এবং আপনি যত্নের সাথে এই কাজটি করে থাকেন সেটা মোবাইল দিয়ে নিজে বলছেন এমন একটি ভিডিও ডকুমেন্ট তৈরি করুন।

স্টেপ-০৩

এবারে নিচে আমি তিনটি অ্যাড্রেস লিঙ্ক দিচ্ছি সেখানে গিয়ে ঐ যে ডকুমেন্ট গুলো তৈরি করেছেন সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিজের একটি একাউন্ট তৈরি করে নিন (একটি মাত্র একাউন্ট)। তবে একাউন্ট তৈরি করার আগে অবশ্যই যে ওয়েবসাইটে আপনার একাউন্ট তৈরি করছেন তাদের নিয়মনীতি গুলো ভালো করে দেখে বা বুঝে নিবেন।
লিঙ্ক গুলো দেয়া হলো

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *