অফিস মডেল

আপনি যদি নিজেকে অনলাইনের যে কোন একটি কাজের যোগ্য বলে মনে করেন তবেই এই পেজ-টি আপনার জন্য। নিজের কাজের পোর্টফলিও তথা কাজের দক্ষতা প্রমান করে এমন কিছু ডকুমেন্ট সাবমিট করার মাধ্যমে যে কেউই আমার কাছ থেকে এই সুযোগ-টি নিতে পারেন। এই সুযোগ উত্তম কুমারের অনলাইন এসইও, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অথবা প্রাক্টিক্যাল ট্রেনিং করা সকল প্রশিক্ষণার্থীসহ সকলের জন্য প্রযোজ্য।

অফিস মডেলে কিভাবে ফ্রীল্যান্সিং কাজের সুযোগ পাবেন?

বিভিন্ন কোম্পানির কাছে ডিজিটাল মার্কেটিং এর কাজ নিয়ে আলাপ-আলোচনার সময়ে অনেকেই আমার কাছে তাদের কোম্পানির জন্য এসইও, ডিজিটাল মার্কেটিং রিলেটেড লোকবল বা রিসোর্স কে তাদের প্রতিষ্ঠানের জন্য হায়ার করতে চান অথবা প্রতিষ্ঠানে জব প্রদানের কথা বলেন। আপনার ও আপনার কাজ সম্পর্কে আমার কাছে সঠিক ধারনা বা তথ্য থাকলে আপনিও পেতে পারেন সেই জবের সুযোগ-টি। এর জন্য আপনাকে আমার কাছে কোন প্রকার ট্রেনিং বা অর্থ দিতে হবে না

এটি আমার একটি পারস্পারিক সহযোগিতা মুলক কার্যক্রম। তবে অবশ্যই আপনাকে আপনার কাজের যোগ্যতা যাচাই করনে আমাকে-কে পূর্ণ সহযোগিতা করতে হবে।

কিভাবে আপনার কাজের যোগ্যতা বাছাই করা হবে?

আপনি যদি ঢাকায় আমার কার্যরত অফিস লোকেশন থেকে থেকে ৫০ কিলোমিটারের মধ্যে অবস্থান করে থাকেন তবে আপনাকে সরাসরি এসে যোগাযোগ করতে হবে। এবং নিচের সহজ তিনটি নির্দেশাবলীর অনুযায়ী কাজ করতে হবে…

এক- আপনার দক্ষতা নির্ভর কাজের বিষয়ের উপর আপনাকে অনলাইন পরিক্ষা দিতে হবে।
পরিক্ষা মৌখিক ও অনলাইন দুইভাবেই হবে।

দুই- আপনার সিভির সফট কপি সাথে নিয়ে আসতে হবে।

তিন- মৌখিক ও লিখিত সকল পরিক্ষায় আপনার ভিডিও ফুটেজ সংগ্রহ ও প্রকাশ করা হতে পারে শর্ত সাপেক্ষে আপনার একটি অনুমতি সাক্ষর নেয়া হবে।

পরিক্ষা দেবার এক সপ্তাহের মধ্যে আপনাকে আপনার পরিক্ষার ফলাফলের ধরন অনুসারে বিবেচনা পূর্বক অফিস মডেলের যে কোন কাজের জন্য ইন্টারভিউ কল পেতে সহযোগিতা অথবা সরাসরি জবের সুযোগ প্রদানে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

আর দেরি না করে এখনি নিচের লিঙ্কে গিয়ে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুনঃ Click Here

বিঃদ্রঃ উপরোক্ত কার্যক্রমের আওতায় আমার কাছে প্রশিক্ষন নেওয়া ঐ সমস্ত প্রশিক্ষণার্থী-দেরও অংশগ্রহণ করতে হবে যাদের সাথে আমার লম্বা সময়ের কর্মবিরতি রয়েছে।