স্প্যাম স্কোর নিয়ে অনেকেই মাথা ঘামালেও মজার কথা হচ্ছে- গুগলের ডিকশনারিতে Spam Score বলে কোন কথা নাই। মুলত স্প্যাম স্কোর Moz-এর একটি প্যারামিটার। সুতরাং, স্প্যাম স্কোর নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ দেয়া যাচ্ছে। তবে কিছু উপকার তো অবশ্যই আছে। ব্যপারটা যেন এমন না হয় যে এই স্প্যাম স্কোর ফ্যাক্টরটিকে সময় দিতে গিয়ে যেন অন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলোর আছে ওগুলোর প্রতি যেন নজর না কমে যায়।
Moz এই Parameter Spam Score নিয়ে বিস্তারিত আরেকদিন লিখবো। আজ সংক্ষেপেই রইলো।