News Portal এবং Discover Website এর জন্য Google নতুন ১২-টি ম্যানুয়াল প্যানাল্টি তে গত ৩ ফেব্রুয়ারি ২০২১-এ আপডেট নিয়ে এসেছে। উল্লেখ্য যে, Google কিছু কিছু আপডেট ঘোষণা দেয়ার মাধ্যমে সংযুক্ত করে। আবার কিছু কিছু আপডেট কোন রকমের ঘোষণা ছাড়াই চুপি চুপি অ্যাপ্লাই করে দেয়।
আপাতত নিউজ পোর্টালগুলো-কে তিন টাইপের কন্টেট থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। নয়তো অকালেই ট্রাফিক হারাতে হতে পারে।
✅ Dangerous Content
✅ Harassing Content
✅ Hateful Content
বাংলা নিউজ পোর্টাল গুলো আপাতত এর প্রভাব মুক্ত থাকলেও অচিরেই গুগলের এলগরিদম গুলোর আপডেট বেশ দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়াবে।