পার্ট টাইম

 পার্ট টাইম ট্রেনিং কেন, কিভাবে?

বর্তমানের বাজারে চাকুরির ভয়াবহ অবস্থা সম্পর্কে আমরা সবাই অবগত। সরকারী চাকুরী আমাদের বাংলাদেশের সবারই পছন্দের শীর্ষ তালিকায়। তবে সেটার জন্য রয়েছে অনেক প্রস্তুতি, পরিশ্রম আর মেধা। আর এত কিছু পরেও “যদি না হয়” কথা থেকে যায় বা অনিশ্চয়তা রয়েই যায়।

তাই ওয়ারেন্ট বাফেটের কথা থেকেই বলতে হয়ঃ সমস্ত ডিম একই ঝুড়িতে রাখতে নেই।

একটু ভেবে দেখুন তোঃ

উপরে উল্লেখিত যাদের কথা বলা হয়েছে, উনারা সবাই কি আয় রোজগারের জন্য পর্যাপ্ত বা স্থায়ী কোন জায়গায় আদৌ পৌছাতে পেরেছেন?

আসলে এটা শুধুমাত্র বিশেষ কিছু জায়গা ছাড়া সকলের জন্য অসীম পথের যাত্রা!

তাই আমি মনে করি আমাদের প্রত্যেকেরই সবসময় পাশাপাশি বিকল্প কিছুর ব্যবস্থা থাকা উচিত। ঠিক এই রকম অবস্থার প্রেক্ষিতেই এই ফ্রীল্যান্সিং পার্ট টাইম ট্রেনিং মডেলটির অবতারন করা হয়েছে। 

পার্ট টাইম ট্রেনিং কেন বেষ্ট সল্যুশন?

আপনি আপনার সকল কাজগুলো করার পাশাপাশি এই ট্রেনিং-টি করার সুযোগ নিতে পারেন। আমার তৈরি করা এই মডেল টি থেকে আপনি ফ্রীল্যান্সিং ট্রেনিংগুলোর সেরা টাই নিতে পারবেন।

পার্ট টাইম মডেল-টি যেভাবে সম্পন্ন হবেঃ

এধরনের পার্ট টাইম ট্রেনিং করাই যদি আপনার চাহিদা হয়ে থাকে তবে আর অন্য কোথাও অন্য কোন ট্রেনিং কেন করবেন? এখনি আপনার চাহিদার ট্রেনিং-টি তে ভর্তি হতে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন আর উপার্জনের নতুন আরেকটি সুযোগ সৃষ্টির সম্ভাবনা-কে জায়গা করে দিন।

রেজিস্ট্রেশন লিঙ্কঃ