ফুল টাইম

ফুল টাইম ট্রেনিং কেন, কিভাবে?

ফ্রীল্যান্সিং ইন্ডাস্ট্রির অসংখ্য ট্রেনিং আর প্রশিক্ষণার্থীদের সাথে সম্পর্কিত থেকে আমি বিভিন্ন সময়ে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন সমস্যা-কে খুব কাছ থেকে উপলব্ধি করেছি। ট্রেনিং করার পর একজন প্রশিক্ষণার্থী বাসায় গিয়ে যখন কাজের প্রাকটিস করতে শুরু করে তখন কিছু সমস্যার সম্মুখীন হয়।

যেমনঃ ট্রেনিং এ দেখেছেন একরকম আর বাসায় এসে দেখেন আরেক রকম অথবা ক্লাশে যা দেখেছেন বাসার কম্পিউটারে ঐ অপশন-ই নাই। ফলে কাজের অনিহা বা কাজ পেন্ডিং পরার কারনে অনেকেই পিছিয়ে পরেন। আবার অনেক সময় যেখানে ট্রেনিং করছেন সেখানেও বসে থেকে কাজ দেখানোর সুযোগও হয়ে ওঠে না।

তাই এই ধরনের সমস্যা-কে পাশ কাটিয়ে সময়ের উপযোগী ও চাহিদানুযায়ী তৈরি করা একটি সম্পুর্ন নতুন ট্রেনিং প্রোগ্রামের নাম “ফুল টাইম ট্রেনিং

ফুল টাইম ট্রেনিং কেন বেষ্ট সল্যুশন?

একজন নতুন প্রশিক্ষণার্থী যিনি সঠিক ভাবে নির্দিষ্ট সময়ে সফল ক্যারিয়ার করতে চান তিনি নিচের পয়েন্ট গুলো দেখে নিজেই উপলব্ধি করুন- এই ধরনের ট্রেনিং আপনার চাহিদায় রয়েছে কি না!

এধরনের ফুল টাইম ট্রেনিং করাই যদি আপনার চাহিদা হয়ে থাকে তবে আর অন্য কোথাও অন্য কোন ট্রেনিং কেন করবেন? এখনি আপনার চাহিদার ট্রেনিং-টি তে ভর্তি হতে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন আর ক্যারিয়ারের নতুন সম্ভাবনার দিকে অগ্রসর হউন।

রেজিস্ট্রেশন লিঙ্কঃ