বর্তমানে বাংলাদেশ ফ্রীল্যান্সিং ও আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে এক দারুন সম্ভাবনায় অবস্থানে রয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্ম যেন একটি সঠিক ধারনা ও গাইড লাইন পায়, প্রত্যেকের পথ চলা যেন সহজ ও ঝামেলা মুক্ত হয় সেই প্রত্যাশা থেকেই আমার এই ফ্রীল্যান্সিং ও আউটসোর্সিং সেমিনার ফ্রী এর উদ্যোগ। আশা করছি সকলে উপকৃত হবেন- ধন্যবাদ সবাইকে।
সেমিনারের তারিখঃ প্রতি মাসের প্রথম সপ্তাহে যে কোন দিন
সেমিনারের সময়ঃ বিকাল ৩ টা অথবা রাত ৯ টা
সেমিনারের আলোচ্য বিষয়ঃ ১টি ট্রেনিং ১টি ইনকামের পথ
সেমিনারের ধরনঃ অনলাইন সেমিনার
ফর্ম পুরন সম্পন্ন হলে ফোন কল করে জেনে নিন সেমিনারের নির্দিষ্ট তারিখ ও সময়- 01714-678368
আমার এই সেমিনারে অংশগ্রহণ করার পর আপনার কাছে ভালো মনে হলে অবশ্যই অন্যকেও উক্ত ফ্রী সেমিনার টিতে অংশগ্রহণে সহযোগিতা করুন- ধন্যবাদ
ফ্রীল্যান্সিং সেক্টরে যারা নতুন এবং সফল ক্যারিয়ার করতে চান তাদের জন্য উত্তম কুমার সরকার ডট কম ওয়েবসাইট টি বেশ কার্যকারী।
ফ্রী এসইও ট্রেনিং, ফ্রী ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এর বিভিন্ন ভিডিও রিসোর্সে সমৃদ্ধ ওয়েবসাইটি। যা আপনার জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করবে।
©2021. Uttam Kumar Sarker. All Rights Reserved.