এসইও-তে Spam Score বলতে কি বুঝায়? গুগল রেঙ্ক ও স্প্যাম স্কোর

স্প্যাম স্কোর নিয়ে অনেকেই মাথা ঘামালেও মজার কথা হচ্ছে- গুগলের ডিকশনারিতে Spam Score বলে কোন কথা নাই। মুলত স্প্যাম স্কোর Moz-এর একটি প্যারামিটার। সুতরাং, স্প্যাম স্কোর নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ দেয়া যাচ্ছে। তবে কিছু উপকার তো অবশ্যই আছে। ব্যপারটা যেন এমন না হয় যে এই স্প্যাম স্কোর ফ্যাক্টরটিকে সময় দিতে গিয়ে যেন অন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলোর আছে ওগুলোর প্রতি যেন নজর না কমে যায়।

Moz এই Parameter Spam Score নিয়ে বিস্তারিত আরেকদিন লিখবো। আজ সংক্ষেপেই রইলো।

নিউজ পোর্টালের জন্য গুগলের নতুন ম্যানুয়াল পেনাল্টি

News Portal এবং Discover Website এর জন্য Google নতুন ১২-টি ম্যানুয়াল প্যানাল্টি তে গত ৩ ফেব্রুয়ারি ২০২১-এ আপডেট নিয়ে এসেছে। উল্লেখ্য যে, Google কিছু কিছু আপডেট ঘোষণা দেয়ার মাধ্যমে সংযুক্ত করে। আবার কিছু কিছু আপডেট কোন রকমের ঘোষণা ছাড়াই চুপি চুপি অ্যাপ্লাই করে দেয়।

আপাতত নিউজ পোর্টালগুলো-কে তিন টাইপের কন্টেট থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। নয়তো অকালেই ট্রাফিক হারাতে হতে পারে।
✅ Dangerous Content
✅ Harassing Content
✅ Hateful Content
বাংলা নিউজ পোর্টাল গুলো আপাতত এর প্রভাব মুক্ত থাকলেও অচিরেই গুগলের এলগরিদম গুলোর আপডেট বেশ দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়াবে।

২০২০ সালের সবচেয়ে ক্ষতিগ্রস্ত আর লাভবান ওয়েবসাইট

Google-এর মতে ২০২০ সালে সবচেয়ে বেশি Rank Priority দেয়া হয়েছিলো E-Commerce Website গুলোকে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলো Hotel & Tourism Website গুলো।

SMITH- Google-এর নতুন এলগরিদম

গুগল অথবা একজন উইজারকারীর উভয়ের কাছে কন্টেন্ট একটি বিগ ইস্যু। এবং এই কন্টেন্ট এর মাধ্যমেই গুগল তাদের সার্ভিসগুলো কে দিন দিন উন্নত থেকে আরও উন্নততর পজিশনে নিয়ে যাচ্ছে। তাই এই কন্টেন্টকেই সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আবারও গুগল নতুন আরেকটি এলগোরিদম নিয়ে হাজির হলো- যার নাম দেয়া হয়েছে “স্মিথ”।

যারা এসইও নিয়ে কাজ করছেন তারা অবশ্যই এটা নিয়ে রিসার্চ শুরু করে দিন। কারন, সামনের দিনে এটা একটা বিগ ফেক্ট হতে চলেছে।