উত্তম কুমার সরকার সম্পর্কে

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA), বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (BTEB) এবং সরকারী এসইআইপি প্রোজেক্ট সহযোগী প্রতিষ্ঠান সমূহ কর্তৃক আয়োজিত বিভিন্ন ট্রেনিং, ওয়ার্কশপ ও ফ্রীল্যান্সিং সেক্টরের দক্ষতার মানসিলেবাস উন্নয়নে একজন “ডিজিটাল মার্কেটিং ও এসইওএক্সপার্ট হিসাবে কাজ করেছি। 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS)-কর্তৃক আয়োজিত বেসিস আউটসোর্সিং এওয়ার্ড ২০২০ অনুষ্ঠানে সম্মানিত বিচারকের দায়িত্বে নিয়োজিত থেকেছি। 

এছাড়াও বেসিস এর অঙ্গপ্রতিষ্ঠান “বেসিস ইন্সটিটিউট অফ টেকনোলজি এন্ড মেনেজমেন্ট” (BITM) এ থেকে দীর্ঘ ৪ বছরে ডিজিটাল মার্কেটিং, প্রাক্টিক্যাল এসইও, এফিলিয়েট মার্কেটিংসহ বিভিন্ন ওয়ার্কশপে দক্ষতার সাথে ট্রেনিং নেয়ার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের সাথে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা ভিত্তিক সরকারী / বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সরাসরি অথবা অনলাইনের মাধমে ফ্রীল্যান্সিং ও আউটসোর্সিং এর কাজ করে যাচ্ছি।

Play Video

বেসিক ফ্রীল্যান্সিং বাংলায় -(ভিডিও সহ)

ফ্রীল্যান্সিং-এ নতুন নতুন নাকি! বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছেন? আপনার আশেপাশে অনেকেই ফ্রীল্যান্সিং করে উপার্জন করছে! কিন্তু আপনার হয়ে উঠছে না! যদি এমন কেউ আপনি হয়ে থাকেন তাহলে আপনি যথার্থ জায়গায়-তেই এসেছেন। ছোট ছোট কাজের মাধ্যমে ফ্রীল্যান্সিং করে কিভাবে ইনকাম করবেন মুলত এই বিষয়াদি গুলোর উপরেই শতভাগ নির্ভরযোগ্য কন্টেন্ট গুলোই এখানেই পাওয়া যাবে। দেখুন, পড়ুন, শিখুন এবং প্র্যাকটিস করুন। কোন প্রকার ট্রেনিং ছাড়াই বদলে দিন নিজের অভিজ্ঞতাকে..

এসইও ও ডিজিটাল মার্কেটিং আপডেট

ফ্রীল্যান্সিং ইন্ডাস্ট্রি এভাবে ডেভেলপ হয়েছে যে এর একদিক শিখতে শিখতেই অনদিকে আপডেট এসে পড়ে। আর তাই আপনাকে শেখার সাথে সাথে কি কি আপডেট আসছে সেদিকে দৃষ্টি রাখতে হবে। জেনে রাখা ভালো যে, গুগল প্রতিমাসে অবশ্যই কোন না কোন আপডেট আনবে। যেগুলোর কোনটা অফিসিয়াল এনাউন্সমেন্ট এর মাধ্যমে 

সবাইকে জানিয়ে দেয় আবার কোনটা কোন রকম অফিসিয়াল এনাউন্সমেন্ট ছাড়াই চুপিসারে অ্যাপ্লাই করে দেয়। তবে আপনাকে চিন্তিত হবার 

কোন কারন নেই – এই সেকশনটিতেই আপনি এই আপডেট গুলো জানতে পারবেন.. 

ফ্রীল্যান্সিং এ সফলতার উদাহরন

ফ্রীল্যান্সিং-এ সফল হতে হলে কোন সোনার কাঠি বা রুপার কাঠি নেই। আপনাকে যথাযথ প্রশিক্ষণ নিয়ে প্র্যাকটিস করার মাধ্যমে সফল হতে হবে। নিচের ভিডিও গুলো থেকে উনাদের ফ্রীল্যাসিং ট্রেনিং, প্র্যাকটিস এবং কাজ প্রাপ্তির গল্প শুনুন। সফলতার আরও ভিডিও দেখতে ভিজিট করুন উত্তম কুমার সরকার এর ইউটিউব চ্যানেল..

সম্পূর্ণ ফ্রী
ফ্রীল্যান্সিং সেমিনার / ওয়ার্কশপ

এসইও, ডিজিটাল মার্কেটিং অথবা ফ্রীল্যান্সিং ইন্ডাস্ট্রি সম্পর্কে নির্ভুল তথ্য ও সঠিক গাইড লাইন দিয়েই হোক আপনার অনলাইন ক্যারিয়ার বা ফ্রীল্যান্সিং ক্যারিয়ারের শুভ সূচনা। উত্তম কুমারের ফ্রীল্যান্সিং সেমিনার বা ট্রেনিং এ পরবর্তী ব্যাচে অংশগ্রহণ করতে চাইলে আজই আপনার রেজিস্ট্রেশন-টি সম্পন্ন করুন।

ফ্রীল্যান্সিং সেমিনার ফ্রী সার্ভিস-টি সম্পর্কে

সরবরাহকৃত এই ফ্রীল্যান্সিং সেমিনার গুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি জানতে পারবেন- ফ্রীল্যান্সিং কি? ফ্রীল্যান্সিং এর কাজগুলো কি কি? কিভাবে ফ্রীল্যান্সিং এর কাজগুলো করতে হয়? ফ্রীল্যান্সিং করতে হলে কি কি জানতে হবে? আপনিও কিভাবে এই ফ্রীল্যান্সিং এর কাজগুলো শুরু করতে পারেন? ফ্রীল্যান্সিং করে মাসে কত টাকা ইনকাম করা 

যেতে পারে? ফ্রীল্যান্সিং করেই কি সারা জীবন চলা সম্ভব? বাংলাদেশে ফ্রীল্যান্সিং কাজের অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা কেমন হবে? এছাড়াও আপনি জানতে পারবেন 

ফ্রীল্যান্সিং এর এই ট্রেনিং গুলো নেয়ার মাধ্যমে বাংলাদেশের কোন কোন কোম্পানিগুলোর সাথে আপনার কাজের সুযোগ তৈরি হতে পারে? 

উত্তম কুমারের ফ্রীল্যান্সিং ট্রেনিং বা সেমিনার গুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, পেশাদারী আচরণকে প্রাধান্য না দিয়ে একজন প্রশিক্ষণার্থীকে প্রয়োজনের সবটুকুই 

সহজ ও সুন্দরভাবে বুঝিয়ে তাকে ইনকামের দিকে নিয়ে যাওয়া। এবং আমি মনে করি একজন চাকুরীজীবী, গৃহিণী, শিক্ষিত বেকার বা অনার্স-মাস্টার্স অধ্যায়নরত যে কেউ আমার প্রদানকৃত ট্রেনিং সার্ভিসের নিয়মাবলী অনুস্মরণ করে কাজ করলে অবশ্যই নিজেকে একজন দক্ষ ফ্রীল্যান্সারে তৈরি করতে পারবে। 

পরবর্তী সেমিনার-টির আপডেট ?

উত্তম কুমারের সামাজিক
যোগাযোগ মাধ্যমগুলোর লিঙ্ক

আপনি কি জানেন
ওয়েবসাইট-টি আপনি কত সময় ধরে ভিজিট করছেন ?

:

আপনি এখনও স্ক্রল করছেন!
তাহলে এবার উত্তম কুমারের কাজের কিছু ছবি দেখুন

বাংলাদেশের বিভিন্ন জেলার নানান সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানে ফ্রীল্যান্সিং ট্রেনিং করানো অথবা এসইও, ডিজিটাল মার্কেটিং লাইভ প্রোজেক্ট নিয়ে কাজ করার সময় তোলা ছবি। প্রশিক্ষণার্থীদের সাথে আমি নিজেও স্মৃতির পাতায় একই ফ্রেমে বন্দি হয়ে রইলাম।