practical-training-class-by-uttam-kumar

প্রাক্টিক্যাল ট্রেনিং কোর্স সমূহ

কোভিড-১৯ মহাদুর্যোগ কাটিয়ে বর্তমানে সরাসরি ট্রেনিং ক্লাশ গুলো চালু হয়েছে। সারা বিশ্ব ব্যবস্থা এখন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে। বিপুল সংখ্যক কাজ আর দক্ষ লোকের আবারও প্রয়োজন পরবে। আর দেরি না করে সময়ের সাথে তৈরি রাখুন নিজেকে। পছন্দের যে কোন একটি ট্রেনিং বাছাই করে আজই শুরু করুন আপনার প্রাক্টিক্যাল ট্রেনিং। 

কমপ্লিট এসইও ট্রেনিং

গুগল একটি কীওয়ার্ড এর জন্য কিভাবে একটি ওয়েব সাইটকে রাঙ্ক-এ নিয়ে আসে একটি ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে সেটাই সম্পূর্ণ দেখানো হবে। প্রথম ধাপে এই প্রক্রিয়াটিকে ম্যানুয়াল ভাবে দেখানো হবে এবং পরের ধাপে এই প্রক্রিয়া-টিকে আবার সহজে উপায়ে দ্রুত কিভাবে করা যায় সে বিষয় টিও শেখানো হবে। উত্তম কুমারের অনলাইন প্রাক্টিক্যাল এসইও ক্লাশে রেজিস্ট্রেশন নেয়ার আগে তার ক্লাশ গুলো কেমন হয় বা যারা ইতিপূর্বে ট্রেনিং করেছেন তারা ট্রেইনার সম্পর্কে কি বলেছেন? - এগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে জেনে নিতে পারবেন। প্রাক্টিক্যাল এসইও ট্রেনিং এ অংশ গ্রহন করতে ডান দিকের ফরম পুরন করে আপনার ভর্তি আজই নিশ্চিত করুন।

ডিজিটাল মার্কেটিং ট্রেনিং

ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং -টিকে দুই ভাবে ভাগ করা হয়েছে। যেখানে প্রথম অংশে থাকবে অর্গানিক মেথড ও দ্বিতীয় অংশে থাকবে পেইড মেথড। অরগানিক মেথডে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইন্সটাগ্রাম দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং পলিসি দেখানো হবে এবং পেইড মেথডে কিভাবে ফেসবুক-কে বুষ্টিং করা হয় সেটা শিখানো হবে। উত্তম কুমারের অনলাইন ডিজিটাল মার্কেটিং ক্লাশে রেজিস্ট্রেশন নেয়ার আগে তার ক্লাশ গুলো কেমন হয় সেটাও পরখ করে আসতে পারেন- ডিজিটাল মার্কেটিং অনলাইন ট্রেনিং। ডিজিটাল মার্কেটিং ফেস টু ফেস ট্রেনিং এ অংশ গ্রহন করতে ডান দিকের ফরম পুরন করে আপনার ভর্তি আজই নিশ্চিত করুন।

গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং

এলিস্ট্রেটর ও ফটোশপের এক অসাধারণ কম্বিনেশনের মাধ্যমে এই কোর্সটি ডিজাইন করা হয়েছে। গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো শিখে যেন সরাসরি মার্কেট প্লেস থেকে ফ্রীল্যান্সিং এর মাধ্যমে ইনকাম শুরু করা যায় তাই ঐ অনলাইন মার্কেট প্লেস গুলো থেকেই সবরাহকৃত কাজগুলোকে সুন্দরভাবে ক্লাশ আকারে উপস্থাপন করা হয়েছে। উত্তম কুমারের তত্ত্বাবধানে গ্রাফিক্স ডিজাইন মার্কেটিং ক্লাশে রেজিস্ট্রেশন নেয়ার আগে এই ক্লাশ গুলো কেমন হয় সেটাও যাচাই বাছাই করে আসতে পারেন- আমার ইউটিউব চ্যানেল থেকে। গ্রাফিক্স ডিজাইন ফেস টু ফেস ট্রেনিং এ অংশ গ্রহন করতে ডান দিকের ফরম পুরন করে আপনার ভর্তি আজই নিশ্চিত করুন।

প্রাক্টিক্যাল সেমিনারে
অংশগ্রহণের ফরম

বাংলা বা ইংলিশ যে কোন ভাষায় ফরমটি আপনি পুরন করতে পারবেন এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে ফোন কলের মাধ্যমে প্রাক্টিক্যাল সেমিনারটি তে আপনার অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

    সেমিনারটি শুরুর দিন, তারিখ, সময় এবং ঠিকানা জানতে ফর্ম-টি পুরন করে সরাসরি কল করুন এই নম্বরে +8801714678368