গুগল অথবা একজন উইজারকারীর উভয়ের কাছে কন্টেন্ট একটি বিগ ইস্যু। এবং এই কন্টেন্ট এর মাধ্যমেই গুগল তাদের সার্ভিসগুলো কে দিন দিন উন্নত থেকে আরও উন্নততর পজিশনে নিয়ে যাচ্ছে। তাই এই কন্টেন্টকেই সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আবারও গুগল নতুন আরেকটি এলগোরিদম নিয়ে হাজির হলো- যার নাম দেয়া হয়েছে “স্মিথ”।
যারা এসইও নিয়ে কাজ করছেন তারা অবশ্যই এটা নিয়ে রিসার্চ শুরু করে দিন। কারন, সামনের দিনে এটা একটা বিগ ফেক্ট হতে চলেছে।